নড়িয়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম
সজিব মেলকার, শরিয়তপুর জেলা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর মাঠে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম মিয়া নড়িয়া, শরীয়তপুর,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন আক্তার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর শরীয়তপুর, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজিব দেওয়ান উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নড়িয়া ,শরীয়তপুর।
বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন। নড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুর রহিম, জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিধিনকে জানান, উপজেলার মোট ৩৩ টি পূজা মণ্ডপের জন্য প্রাথমিক ভাবে ৬৪ জন মহিলা এবং ১৩৪ জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য বাছাই করা হয়েছে। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।