নরসিংদীতে মাদরাসার সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়
আশরাফুল আলম
মাধবদী, নরসিংদী।
নরসিংদী রায়পুরা উপজেলার সিরাজনগর উম্মুলক্বুরা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম (মক্কী) বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, জাতীয় পতাকার স্ট্যান্ড ভেঙ্গে ফেলা, ক্ষমতা বলে কোরাম তৈরি করা, সিনিয়র কে ডিঙিয়ে জুনিয়রকে পদন্নোতি, জামাতি কর্মকাণ্ডসহ নানা ধরণের অভিযোগ উঠিয়েছে তার বিরুদ্ধে এলাকাবাসী ও মাদ্রাসার স্টাফগণ।
জানা যায়, সিরাজনগর উম্মুল ক্বুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র সভাপতি নুরুল ইসলাম মক্কী একজন জামাতি মতাদর্শের মানুষ। রাতের অন্ধকারে মাদ্রাসায় জামাতের কর্মকাণ্ড পরিচালনারও অভিযোগ করেন তারা।
এলাকাবাসী আরো জানান,’কিছু দিন পরপর এলাকায় তিনি নানাবিধ উপহার সামগ্রী বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। এলাকায় নতুন নতুন মানুষের আনাগোনা হয় সেসব কারণে। তিনি কোথা হতে অর্থে যোগান দেন? তার উৎস জানতে চান তারা।
তারা আরো জানান যে, তার এ সব অবৈধ কর্মকাণ্ডে সহযোগীতা না করায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীকে সরিয়ে জুনিয়র একজনকে ভারপ্রাপ্তের দায়িত্ব ন্যাস্ত করেছেন তিনি।
মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন হতেই উম্মুল ক্বুরা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল এবং ট্রাস্টের সূচনায় ৭ সদস্যের কমিটির সভাপতি মাও. আ. সাত্তার মারা গেছেন অথচ তাকে জীবীত দেখিয়ে ট্রাস্টের অনুমোদন নবায়ন করে মাদ্রাসার ২য় তলায় বিদ্যমান উম্মুল ক্বুরা স্বাস্থ্য কেন্দ্রে রাতের আধাঁরে জামাতি মতাদর্শের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ ও লোকমুখে।
মাদ্রাসা নৈশ প্রহরী অভিযুক্ত নুরুল ইসলাম মক্কীর জামাতি কর্মকাণ্ডের প্রতিবাদ করলে প্রায় দেড় বছর ধরে তার বেতন-ভাতা বন্ধ করে দেন তিনি। প্রতিবাদী নৈশপ্রহরী স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
কার্যকরী কমিটির একজন মেম্বার বলেন, নতুনভাবে নির্বাচিত হতে কোরাম তৈরি করতে প্রহসনমূলক নির্বাচন করতে চাইছেন তিনি।
মাদ্রাসার আরেক শিক্ষক বলেন,’ ওনার অবৈধ কর্মকাণ্ডের সকল ফিরিস্তি আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে দরখাস্তের মাধ্যমে জানিয়েছি।’
এছাড়াও স্বৈরাচারীভাবে ক্ষমতা আয়ত্তে আনতে তিনি প্রশাসনিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে কথিত শিক্ষক প্রতিনিধি নির্বাচন করতে চাইলে এলাকার সুশীল সমাজ এবং প্রতিষ্ঠানের কিছু স্টাফ বাঁধা দিলে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন,’সভাপতি সাহেবের কথামত না চললেই ওনি প্রতিষ্ঠানের স্টাফদের সাথে জঘণ্য ও খারাপ আচরণ করেন এবং শোকজসহ নানা ধরণের হয়রানি করে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে, সিরাজ নগর উম্মুল ক্বুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার বর্তমান সভাপতি নুরুল ইসলাম মক্কী বলেন, “অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। যারা অভিযোগ করেছে তাদের অভিযোগের কোন ভিত্তি নেই।”
এ বিষয়ে আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম বলেন,সিরাজ নগর উম্মুল ক্বুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার নানা অনিয়মের খবর আমার কাছে আছে।
এবিষয়ে আমি সবার সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।
সচেতন মহল বলছেন,) ‘সভাপতির কার্যক্রমে প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি ক্রমে নষ্ট হচ্ছে। তারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন।’
-নরসিংদী।