নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধন মোছাঃ তাওহীদা ইসলাম তন্নী রিপোর্টারঃ
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১ তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলস এর আয়োজনে মিল চত্বরে সুগার মিলের ৯১তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তজা লিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জ্বল হোসেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।