নাীলফামারীতে জনপ্রিয় সংগীত শিল্পী রোকনুজ্জামান এর সাথে নীলাঞ্চলের শিল্পীদের মতবিনিময় সভা
আব্দুস সালাম, নীলফামারী
নীলফামারীতে দেশীয় সাংস্কৃতিক সংসদ এর জনপ্রিয় সংগীত শিল্পী ও যশোর জেলা জজ কোটের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ রোকনুজ্জামান এর সাথে নীলফামারীর ঐতিহ্যবাহী নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের শিল্পীদের সাথে মতবিনিময় সভা ও সম্মামনা প্রদান করা হয়। বুধবার (২৫ শে সেপ্টেম্বর) রাত ১০.০০টায় নীলফামারীর জে.এন. হলিচাইল্ড একাডেমীতে নীলাঞ্চলের সদর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান করা হয়। নীলাঞ্চলের শিল্পীবৃন্দ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষানবীশ আইনজীবী, উত্তরবঙ্গের জনপ্রিয় নাট্যকার ও নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের নীলফামারী জেলা সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীনুর রহমান (শহীন), নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের উপজেলা সেক্রেটারি মোঃ শফিউল আলম, নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের অফিস ও প্রচার সম্পাদক হাফেজ মোঃ লিটন ইসলাম, আরও উপস্থিত ছিলেন, নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম সহ অন্যান্য শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, দেশীয় সংস্কৃতির জনপ্রিয় সংগীত শিল্পী এ্যাডঃ রোকনুজ্জামান এর সাথে মতিবনিময় সভা শেষে তাকে সম্মামনা স্বারক প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।