নিম্ন চাপের ফলে
পারুলিয়ায় সহ- দিনমজুরি দিয়ে খেটে খাওয়া ব্যাক্তিদের দুর্ভোগ
দেবহাটা (সাতক্ষীরা ) প্রতিনিধি:
দীনব্যাপী নিম্ন চাপের ফলে জনজীবন দুর্ভোগে। একটানা নিম্নচাপে দিনমজুরি দিয়ে খেটে খাওয়া ব্যাক্তিদের কাজ বন্ধ।যে দিনমজুরী দেওয়া ব্যাক্তিরা প্রতিনিয়োত কাজ করে আসছিল,নিম্নচাপের ফলে বসে থেকে সময় পার করতে হচ্ছে। অভাব দেখা দিয়েছে খেটেখুটে খাওয়া ব্যাক্তিদের সংসারে।কোন রকম উপায় নেই দিনমজুরি দিয়ে খেটে খাওয়া ছাড়া। বাজারে যেয়ে দ্রব্য মালামাল ক্রয়করতে হিমসিম খেতে হতো। আরও হিমসিম খেতে হতেপারে নিম্ন চাপের ফলে। পুর্বের যে দ্রব্যমালামালের দাম ছিলো এর দিগুণ বেড়েছে। সরেজমিনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া বাজার,সখিপুর বাজার, কুলিয়া বাজার, কোমরপুর সীমান্ত শাখরা বাজারে সহ- দ্রব্যমালামালের দিগুণ বেড়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।