পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে সুইডেন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে সুইডিশ এই দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস বন্ধের বিষয়ে দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সুইডেনের দূতাবাস দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। অভিবাসন বিভাগ এই মুহূর্তে কোনো ধরনের আবেদন পর্যালোচনা করতে সক্ষম নয়।’
এতে আরও বলা হয়েছে, ‘এছাড়াও গেরি’স-এ আমরা আমাদের কনস্যুলেট বা আপনার বাড়ির ঠিকানায় কোনও নথি পাঠাতে পারছি না। আমরা জানি, এতে অনেকে অসুবিধার সম্মুখীন হবে তবে আমাদের কাছে আবেদনকারী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।’
<p><strong>সম্পাদক ও প্রকাশক: </strong>মোঃ আবুল হাসান |<strong>বার্তা সম্পাদক:</strong> মারুফা নাসরিন|<br></p>
Epaper