নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন
শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপদ সড়ক, বহিরাগত যান চলাচল বন্ধ, দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১.০০ টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। তাদের দাবি হচ্ছে ক্যাম্পাসে বহিরাগত কোনো যান চলাচল করতে পারবে না, বন্ধের দিনগুলোতে লোক সমাগম করা যাবে না, হর্ন বাজানো যাবে না ইত্যাদি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকল আরোহী এক নারীকে টেনেহিঁচড়ে অনেক দূরে নিয়ে গেছে একটি প্রাইভেটকার। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।