নির্বাচনী আচরনবিধি ভাঙায় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধি, যশোর

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে
যশোর জেলার মনিরামপুর উপজেলার শিক্ষক প্রশান্ত রায়ের বিরুদ্ধে এলাকাবাসী মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ
দায়ের করেন।

প্রশান্ত রায় উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মহানন্দ রায়ের ছেলে ও পাঁচ বাড়িয়া-পাঁচ কাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) এলাকাবাসী সরকারি দপ্তরে এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে এলাকাবাসী জানান, পাঁচ বাড়িয়া-পাঁচ কাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রশান্ত রায়ের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের হুমকি, হকিস্টিক ও রডদিয়ে ভীতি প্রদর্শনসহ নির্বাচনের দিন স্কুলের মাঠে হকিস্টিক ও রোড মজুদ করে রাখেন। যা একজন শিক্ষকের আচার-আচরণ এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিয়মের পরিপন্থী।
আর তাই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *