নীলফামারীর সদরের সোনা রায় ইউনিয়নের শাটি পাড়া গ্রামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাত ৮. ৩০ থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে ইসলামিক সংগীত ও দেশীয় সংস্কৃতির আলোকে নাটক পরিচালনা করেন উত্তর বঙ্গের ঐতিহ্যবাহি নীলাঞ্চল শিল্প গুষ্টি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রভাষক খাইরুল আনাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান জুয়েল। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন নুরুল ইসলাম শাহ, সভাপতিত্ব করেনসামিউল আলম, সহ-সভাপতিত্ব করেন, সাদ্দাম হোসেন (পুলিশ)।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন, সোনারায় ইউনিয়নের শাটিপাড়া যুব সমাজ!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।