নেত্রকোণার পূর্বধলায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের সাথে তালতলা এলাকায় রাস্তার পাশে কলাবাগান থেকে (১৯ নভেম্বর) শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলাবাগান মহিলার লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে গত দুই দিন আগে মেরে এখানে ফেলে রাখা হয়েছে ।নিহতের পেটে আঘাতের চিহ্ন রয়েছে।