নেত্রকোণায় মানস কানন’র আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধিঃ
আদর্শ মানুষ চাই,আদর্শ পৃথিবী গড়ার লক্ষ্যে, ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি এবং জ্ঞান নির্ভর,সুস্থ বিনোদনপূর্ণ,মানবিক পৃথিবীর লক্ষ্যে মানস কানন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ টায় নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আকাশ আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি এমদাদ খান,আর ও ছিলেন জয়দুল ইসলাম,প্রতিষ্ঠাতা,মানস কানন।
মানস কানন’র সদস্য আরিফুল ইসলামের উপস্তিতিতে সভাপতিত্ত্ব করেন আবু জাফর সাদেক,প্রধান শিক্ষক খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অতিথি হিসেবে উপস্তিত ছিলেন
খোকন তালুকদার মেম্বার ৮ নং ওয়ার্ড দক্ষিণ বিশিউড়া এবং মোঃ রোকন মিয়া সদস্য আওয়ামিলীগ ৮ নং ওয়ার্ড দক্ষিণ বিশিউড়া।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ঔষধি গাছ বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।