মোঃ নজমুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধি। নেত্রকোণায় মালশিরা জাতের ধানের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে আশুজিয়া কৃষক সংগঠন ও প্রকৃতি ও জীবন যুব সংগঠনের উদ্যোগে মালশিরা ধানের মাঠ দিবস আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের যুব ও কৃষক, কৃষাণি , উপ-সহকারী কৃষি অফিসার বাচ্চু মিয়া বারসিক কর্মকর্তা। আশুজিয়া গ্রামে ৩০০ কাটা জমিতে মালশিরা ধান রোপন করেছেন কৃষকেরা।
কৃষক আবুল কালাম বলেন মালশিরা ধান পছন্দের কারন হচ্ছে বন্যার পানিতে এই ধান ক্ষতিগ্রস্ত হয় না,এ ধানের কান্ড মজবুত এবং উঁচু হয়, ধানের শিষ হেলে পড়ে না,১০ শতাংশ জমিতে ৬/৭ মন ধান হয়।সার বিষের তেমন কিছু প্রয়োজন হয় না। বারসিক কর্মকর্তা রুকসানা রুমি তাসমিয়া তহুরা মাঠদিবসে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। ২০ কৃষক কৃষানী পছন্দ করেছে মালশিরা ধান। ২০ জন কৃষকে ২০ কেজি বিনামূল্যে মালশিরা ধান দেওয়া সিদ্ধান্ত এবং আগামী মৌসুমে অংশগ্রহণ কারী সকলে চাষ করার