নেত্রকোণায় সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে বইমেলা উদ্ভোধন
মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে সাত দিনব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ই ফেব্রুয়ারী ২০২৩) বিকেলে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার প্রঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) অমিনেষ সোম।
সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতিন্দ্র সরকার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কবি স্বপন পাল প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাইফুল্লাহ ইমরান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সন্মানিত সদস্য চিন্ময় তালুকদার।
পরে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।