পঞ্চগড়ে ধানক্ষেত থেকে ৮ ফুটের অজগর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: আমিরুল ইসলাম
পঞ্চগড়ে সদর উপজেলায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।শনিবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে স্থানীয় লোকজন সাপটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে ছাগল বাঁধতে গেলে অজগর সাপটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা আসেন। ধানক্ষেতের নেটের জালে আটকা পড়ে সাপটি। সেটি দেখে উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যান।
পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব জানান, আট ফুট লম্বা অজগরটির ওজন ২০ কেজি। সাপটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।

আমিরুলইসলাম
পঞ্চগড়
২১/১০/২০২৩

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *