পটুয়াখালীতে যাত্রীবেশে দিনেদুপুরে অটোরিকশা ছিনতাই
মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা বন্দরে যাত্রীবেশে নির্জন জায়গায় নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে সিদ্দিক মৃধার (৬০) নামে এক ব্যক্তির অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পায়রা বন্দরে চালক সিদ্দিক মৃধার গলায় ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। ছবি: সময় সংবাদ পায়রা বন্দরে চালক সিদ্দিক মৃধার গলায় ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। ছবি: সময় সংবাদ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বন্দর সংলগ্ন বলিয়াতলীর ইটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক আহত হয়েছেন।
ভুক্তভোগী সিদ্দিক মৃধা জানান, বরগুনার আমতলী থেকে পায়রা বন্দরে ঘুরতে যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন তিন যুবক। বন্দরের কাছাকাছি ইটবাড়িয়া এলাকায় পৌঁছালে আশপাশে কাউকে দেখতে না পেয়ে তার গলাটিপে ছুরি ধরে যাত্রীবেশে থাকা ওই যুবকরা। একপর্যায়ে তারা বৃদ্ধ চালককে ছিটকে ফেলে ইজিবাইক নিয়ে চলে যায়। লোকজন আসার আগেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি।