পটুয়াখালীতে ৫ দোকান পুড়ে ছাই
২ কোটি টাকার ক্ষতি
মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজার নামক স্থানে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে কাপড় ও গার্মেন্টস মালিক আনোয়ার হোসেন খোকন (৪৫), কসমেটিকসের দোকান তুষার (২৫), টিনের আরদের দোকান মালিক সাকিল, আবাসিক মো. ফজলু হাওলাদার (৫৭) ও সুতা ও জালের দোকানের মালিক মো. মোজাম্মেল সরদার (৪৮) এর দোকান পুড়ে যায়। তুষারের দোকান থেকে বিদ্যুৎ সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত বলে স্থানীয় লোকের প্রাথমিক ধারনা। এ ঘটনায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকের অনুমান। চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেন। ব্যবসায়ীদের ২ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি জেনেছি ব্যাপক ক্ষতি হয়েছে, পরিদর্শণ করে আবেদনের প্রেক্ষিতে তাদের সহযোগিতা করা হবে।