দিনে রাতে শীতল বায়ু
যখন লাগে গায়,
ঠান্ডা লেগে পথ শিশুরা
প্রচুর কষ্ট পায় ।
পথে থাকে পথ শিশুরা
নেই যে তাদের ঘর,
ছিন্ন মূলের বনি আদম
বিত্তশালীর পর ।
সারাটা দিন ঘুরে বেড়ায়
যাহাই কিছু পায়,
পথের ধারে কাটায় রাতি
আধা পেটে খায় ।
কেউবা বানায় ঝুপড়ি বাসা
কাটায় দিবস রাত,
শীতের পোশাক কোথা পাবে
পায়না খেতে ভাত ।
খাবার কষ্টে যেমন থাকে
তেমনি কষ্টে শীত,
পথ শিশুদের জন্য করি
স্থায়ী একটা ভীত ।