পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস উদযাপনে আহলে সুন্নাত ওয়াল জামাত
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে পটিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগ ও রেযায়ে মোস্তফা (দঃ) ট্রাষ্ট সার্বিক সহযোগিতায় দারোগারহাট দক্ষিণ শাহ্-মিরপুর কর্ণফুলীতে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) নানা আনুষ্ঠানিকতা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।
৯ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী ১৩ই সেপ্টেম্বর,রোজ জুমাবার পটিয়া ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্ আমিন দাখিল মাদ্রাসা মাঠ ময়দানে এসে সমাপ্ত হয়। এবং ধারাবাহিক কার্যক্রম ও আনুষ্ঠানিকতায় সুন্দরভাবে সফল হয়েছে।
উক্তা আনুষ্ঠানিকতায় ছদারত করছেন -পীরে তরিক্বত,মুর্শিদে বরহক,খলিফায়ে তাজুশ শরীয়াহ্,দরবারে আ’লা হযরত,আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মাঃজিঃআ) সাজ্জাদানশীন, আল-আমিন হাশেমী দরবার শরীফ। শায়খুল হাদীস- আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা। জুলুসে অংশগ্রহণ করেন সর্বস্তরের সুন্নি জনতা। ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লী সকলের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।