ঢাকাFriday , 29 November 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি’র ফজিলাতুন্নেছা হলে ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

Link Copied!

মোঃ সজিব সরদার,ক্রাইম রিপোর্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ইনডোর চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন,  “দক্ষিণবঙ্গর উচ্চ শিক্ষার বাতিঘর পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলায় নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্যে নেই তাঁর নেতৃত্বে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন  খেলোয়াড়দের আনুষাঙ্গিক সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয় সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় আর সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকা যায়।

এসময় পবিপ্রবি’র শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মোঃ জিল্লুর রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ প্রক্টর অধ্যাপক মোঃ আবুল বাশার খান এবং ল উক্ত হলের সহকারী প্রভোস্ট মোঃ আব্দুল্লাহ আল নোমানসহ হলে অবস্থানরত বিভিন্ন বিভাগের ছাত্রীরা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় লুডু, বাস্কেট বল নিক্ষেপ, ইন আউট গেম, গোল পোস্টে গোল গেম, মেমোরি গেম, বাজনা থামলে বালিশ কোথায়, চেয়ারে বসা প্রতিযোগিতা, ভারসাম্য প্রতিযোগিতা এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে প্রায় দুশত প্রতিযোগী অংশ নিচ্ছে।

সকল খেলায় চারটি করে পুরুস্কার দেয়া হবে। আগামী ১৭ ডিসেম্বর রাতে প্রতিযোগিতায় বিজয়ী দের পুরস্কার বিতরণ ও হলের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টায় শেখ মুজিবুর রহমান ছাত্র হলে ইনডোর গেমস শুরু হয়।

Design & Developed by: BD IT HOST