পলাশবাড়ী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ গ্রেফতার
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃউজ্জল সরকার
গত শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তজেলা ৫ জন গরু চোর এবং চোরাই
০৫(পাঁচ)টি গরু ও চোরাই গরু বহনকারী একটি পিক-আপ উদ্ধার।গ্রেফতার কৃতরা হলেন
১। মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আতাউর রহমান, সাং- উত্তর সাবদিন
মরিচাপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা, ২। মোঃ সোহাগ মিয়া (২৭), পিতা- মোঃ হাসমত
আলী, সাং- বাঁশদহ, থানা ও জেলা- লালমনিরহাট, ৩। মোঃ মোনারুল ইসলাম (২২), পিতা- মোঃ
সাইদুল ইসলাম, সাং- সুলতানপুর বাড়াইপাড়া, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা, ৪। মোঃ রাসেল
দেওয়ান (৩২), পিতা- মোঃ শামছুল দেওয়ান, সাং- গোড়াই রনারচালা, থানা- মির্জাপুর, জেলা-
টাঙ্গাইল, ৫। মোঃ ফিরোজ মিয়া (২৮), পিতা- মোঃ শামছুল মিয়া, সাং- কাশদহ (বাজারপাড়া),
থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা।
উদ্ধারকৃত আলামতঃ
১। একটি সাদা রংয়ের পিক-আপ, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৯-৮৩৪৬, যাহার মূল্য অনুমান-
১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা।
২। একটি লাল রংয়ের আড়িয়া (ষাড়), সিং এখনো উঠে নাই,
৩। একটি কালো রংয়ের গাভী, সিং বাকা,
৪। একটি লাল রংয়ের ছোট বাছুর, মাথার দিকে হালকা কালো,
৫। একটি সাদা কালো রংয়ের গাভী এবং
৬। একটি মাটিয়া রংয়ের ছোট বাছুর
|
গরু ও বাছুর ০৫ টি, যাহার মূল্য অনুমান – ৩,০০,০০০(তিন লক্ষ) টাকা
সর্বমোট-১৮,০০,০০০/-(আঠারো লক্ষ) টাকা ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের দিক
নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী থানা
পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গত ইং ০৯/০২/২০২৩ তারিখ রাত্রী ০৪.৩০ ঘটিকায়
পলাশবাড়ী থানাধীন ০৪ নং বরিশাল ইউপিস্থ দুবলাগাড়ী মৌজাস্থ জনৈক মোঃ খাজা মিয়ার বাড়ীর পশ্চিম
পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কের উপর টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা হইতে গরু বোঝাই রংপুরগামী
একটি পিক-আপ গাড়ী আটক করা হয়।
পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব দিবাকর অধিকারী,
এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এসআই(নিঃ) দেওয়ান মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী
থানা পুলিশ আসামীদের গরুগুলির বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদে আসামীগন উক্ত গরুগুলি টাঙ্গাইল জেলার
মির্জাপুর এলাকা হইতে অজ্ঞাতনামা চোরদের নিকট হইতে ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে বহন করিয়াছিল
বলিয়া তাহারা জানায়। ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে যে, তাহারা দেশের বিভিন্ন
স্থানে গরু চুরি করিয়া বিভিন্ন জায়গায় হাট বাজারে বিক্রয় করিয়া থাকে এবং চুরি করাই তাদের পেশা ও
নেশা। তাহাদেরকে জিজ্ঞাসাবাদে গরু চুরির সাথে জড়িত আরো কয়েকজন ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়।
সংশ্লিষ্ট পলাতক আসামীদের গ্রেফতার পূর্বক দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে আমাদের অভিযান
অব্যহত রয়েছে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু হইয়াছে। পলাশবাড়ী থানার মামলা নং-
০৮, তারিখ-১০/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৪১১/৪১৩ পেনাল কোড ১৮৬০।
প্রেস কনফারেন্সে এ গাইবান্ধা জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন,
সহকারী পুলিশ সুপার, সি সার্কেল, জনাব উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ
মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, টিআই (প্রশাসন) জনাব মোঃ নূর আলম সিদ্দিক
এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম’সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।