পাইকগাছায় নেতাকর্মীদের নতুন প্রাণের সঞ্চার, ১৬ বছর পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি
এফ,এম,এ রাজ্জাক পাইকগাছা (খুলনা)
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ১৬ বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি নেতাকর্মীরা। অথচ কিছুদিন আগেও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছিলেন তারা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যেতে হয়েছিল। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হলে আত্মগোপনে যেতে বাধ্য হন তারা। তবে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভে এবার আওয়ামী লীগ সরকারের পতনে আশাবাদী ছিলেন তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার পতনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছেন দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দল পরিচালনায় দিকনির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সব মিলিয়ে হতাশা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছেন পাইকগাছার বিএনপির নেতাকর্মীরা। তাদের পদভারে মুখর এখন দলীয় কার্যালয়সহ পাইকগাছার রাজপথ। এতদিন যাদের দলীয় কর্মকান্ডে দেখা যায়নি, এখন তারাও ভিড়, করছেন। উপজেলা কার্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্ধ থাকা দলীয় কার্যালয়গুলো খোলা হয়েছে। নেতাকর্মীরা এখন নির্ভয়ে ও নির্বিঘ্নে এলাকায় চলাফেরা করছেন। মানুষের সাথে মিশছেন প্রাণখুলে। গত কয়েক দিনে সোলাদানা, লস্কর, রাড়ুলী, চাঁদখালী, গদাইপুর, কপিলমুনি, রাড়ুলী ইউনিয়নে বাধাহীন শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে থানা বিএনপি।
থানা বিএনপির সেক্রেটারী এস এম এনামুল হক ও গদাইপুর ইউনিয়নের বর্তমান মেম্বর মসিউর রহমান মিলন এর বিরুদ্ধে দলীয় শ্রৃঙ্খলা ভঙ্গ সহ প্রতিপক্ষদের ঘরবাড়ী ভাংচুর অগ্নীসংযোগের অভিযোগে এ দুজনকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা-ছাড়া গদাইপুর ইউনিয়নের বিএনপির নেতা সাবেক মেম্বর জবেদ আলী গাজী সহ বিভিন্ন ইউনিয়নের অনেক নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে লোকজন দলীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে পেরে নিতাকর্মীরা আবেগাপুতার ওই সমাবেশে আত্মগোপনেও থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে অংশ গ্রহণ করেন । নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তাদের চোখে-মুখে ছিল স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নেওয়ার স্বাদ। পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার আব্দুল মজিদ বলেন, বহু বছর পর মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার আনন্দ ভাষায় প্রকাশের মতো নয়।
তৃণমূলের নেতাকর্মীরা আরও চাঙ্গা এবং আরও উজ্জীবিত। তবে দীর্ঘদিন পর বিএনপির জন্য মুক্ত পরিবেশ হওয়ায় নানা বঞ্চনার হিসাব মিলাতে গিয়ে অভ্যন্তরীণ কোন্দল যেন আরও বিস্তার না ঘটে সে ভিষয়টিও মাথায় রাখছেন নেতৃবৃন্দ। সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি জনান, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। এখন নতুন পরিবেশে বিএনপিকে আরও সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এখন স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ পেয়েছেন। এ যেন অন্যরকম এক অনুভূতি। বিএনপির উপজেলা সম্পাদক এস এম এনামুল হক (স্বাময়িক বরখাস্ত) বলেন, আমরা – এতদিন ছিলাম শৃঙ্খলাবদ্ধ। ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন- নিপীড়নে দেশের
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।