ঢাকাSaturday , 13 July 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পাউবো ও শিবসা নদীর ভরাট জায়গায় বিশ্বব্যাংকের অর্থায়নে মার্কেট নির্মাণ

Link Copied!

পাইকগাছায় পাউবো ও শিবসা নদীর ভরাট জায়গায় বিশ্বব্যাংকের অর্থায়নে মার্কেট নির্মাণ

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা, খুলনা
খুলনা জেলার পাইকগাছায় এক সময়ের খরস্রোতা শিবসা নদীর ভরাট জায়গা ও পাউবো’র জায়গা দখল করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পুনরায় পাকা মার্কেট নির্মানের পায়তারা করছে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরকারি কোটি টাকার সম্পদ উদ্ধারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে ও সরেজমিনে জানা যায়, পাইকগাছা উপজেলা ও পৌরসদরের বাতিখালী মৌজা ঘেঁষে বহমান ছিলো এক সময়ের খরস্রোতা নদী শিবসা। আর এ নদী দিয়ে চলাচল করতো জাহাজ, স্টীমার ও লঞ্চ। কালের বিবর্তনে নদীটি আজ ভরাট হয়ে জমিতে পরিণত হয়েছে। অপরদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১৯৬২-৬৩ সালে ১২৬নং এলএ কেচের মাধ্যমে বাতিখালি মৌজায় ২০২,৩৪০,৩৪১ ও ৩৪২ সহ কয়েকটি দাগে ০.৬৫ একর জমি হুকুম দখল করে ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ করেন।
কিন্তু পাউবো’র হুকুম দখলীয় জায়গা ও শিবসা নদীর ভরাটি জায়গার একটি অংশ পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি জবর দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করে। এবিষয়ে বিভিন্ন পত্র- পত্রিকায় খবর প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন কাজ বন্ধ করে দেয়। তবে বর্তমানে তারা আবারো নদীর ভরাটি একটি অংশ দখল করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩কোটি ৭০ লক্ষ টাকায় কোটেশনের মাধ্যমে মার্কেট, কোল্ড স্টোরেজ ও রাস্তা নির্মাণ করার পায়তারা করছে।
আর টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমের মার্কেট, কোল্ড স্টোরেজ ও রাস্তা নির্মাণ করা মানেই অর্থ আত্মসাতের একটি পদ্ধতি মাত্র। কিন্তু বিশ্ব ব্যাংক পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি বরাবর ৩কোটি ৭০লক্ষ টাকা বরাদ্দ দেয়ার পর প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। এদিকে শিবসা নদী খননের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। তবে ভরাটি জায়গা দখলের কারণে নদী খননের মাটি রাখার জায়গা ও থাকছে না। ফলে নদী খনন কাজ বিঘ্ন ঘটবে বলে দাবী তুলেছেন সচেতন মহল।
তাই এসব বিষয়ে ও সরকারি জমি উদ্ধারের জন্য রোববার পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মো. আলাউদ্দীন রাজা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। এ ব্যাপারে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন জানান, আমাদের ক্রয়কৃ ত সম্পতিতে আমরা মার্কেট নির্মাণ করছি। পাউবো’র পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলীর উপ-সহকারি কর্মকর্তা মোতালেব হোসেন জানান, আমি নতুন এসেছি আর এসব বিষয়ে আমার জানা নেই। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, নদীর জমি শ্রেণী পরিবর্তন করে দখল ও পাকা স্থাপনা করার প্রশ্নই ওঠে না। যারা সরকারি জমিতে স্থাপনা করছেন তা দ্রুত উচ্ছেদ করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।