খুলনার পাইকগাছায় শিবসা, ভৈরব, কপোতক্ষ নাদীতে নিষিদ্ধ মশারি জালে অবাধে ধরা পড়ছে নানা জাতের মাছের পোনা। পোনার সঙ্গে মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে একদিকে বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশ বিস্তার। অন্যদিকে হুমকির মুখে উপকূলের জীববৈচিত্র্য।
জোয়ারের সময় নদীর তীরে গাছ ও বাঁশের খুঁটিতে বেঁধে মশারি জাল বসায়। ভাটায় পানি কমলে জালে আটকা পড়ে নানা জাতের ছোড়-বড় মাছ ও জলজ প্রাণীর লার্ভা। মো: আজিজুল নামে একজন জানান, জীবিকার তাগিদে বাধ্য হয়ে নদীর কিনারে মশারি জাল ফেলতে হচ্ছে। তার মতো অনেকে মশারি জালে মাছ শিকার করেন। জালের মাছ রেখে পোনা ও জলজ প্রাণীর লার্ভা ফেলে দেওয়া হয়।
পাইকগাছার জলবায়ু ফোরামের কর্মকর্তা বলেন, নদীর জীববৈচিত্র্য ধ্বংস হলে জলবায়ুর বিরূপ প্রভাব ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে। মশারি জালের ব্যবহার ধরা বন্ধ না হলে মাছ আহরণ ও উৎপাদন কমবে। পাইকগাছা মৎস্য কর্মকর্তা বলেন, জনবলের অভাবে সঠিকভাবে মনিটরিং করা যাচ্ছে না।