পাইকগাছা চিংড়ি প্রতিকের কর্মীর মারপিটের ঘটনায় মোটরসাইকেল কর্মী হাসানের ৫ দিনের কারাদন্ড
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
৯ জনু উপজেলা পরিষদ নির্বাচনে রাড়ুলীর ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চিংড়ি মাছ প্রতিকের কর্মী শুশান্ত বিশ্বাস ও শাহীন গাজীর উপর হামলা-মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল প্রতিকের কর্মী এমএম হাসানুজ্জামান মোড়লকে গ্রেফতার করে। পরবর্তীতে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসানুজ্জামানকে ২শ টাকা জমিমানা করে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
ভ্রাম্যমান আদালতে কারাদন্ডের বিষয়টি ওসি মোঃ ওবায়দুর রহমান গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।