পাইকগাছা ম্যাজিস্ট্রেট কোর্টে জীবনের ঝুঁকি নিয়ে বিচারিক কার্যক্রম চলছে
এফ এম এ রাজ্জাক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি
পাইকগাছা ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনের ছাদ নষ্ট হওয়ায় বৃষ্টির পানি পড়ছে। ফলে একদিকে আদালতের মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। অন্যদিকে যে কোন সময় ছাদ ধ্বসে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর বলেন, আদালত ভবনের ছাদ নষ্ট হয়ে গেছে।
চলতি বৃষ্টি মৌসুমে ছাদ দিয়ে পানি পড়ায় নথিপত্র নষ্ট হচ্ছে। এজলাস কক্ষে বসা যাচ্ছে না। গায়ে পানি পড়ে ভিজতে হচ্ছে। তাছাড়া বৃষ্টিতে ভিজে ছাদে ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়ে জীবনহানি ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অনেক বার আবেদন নিবেদন করলেও কোন ফল হয়নি। তাই এ বিষয়ে উধ্তন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।