পাগলাপীরের গোকুলপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে বিভাগীয় কমিশনার
এএস নুসরাত জাহান খুশি,
রংপুর প্রতিনিধি।
রংপুরের পাগলাপীর (গোকুলপুর) কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করছেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
তিনি গতকাল (সোমবার) দুপুরে গোকুলপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএইচসিপি, নাজমা বেগম ও অন্যান্যরা। এসময় বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ নুর নাহার বেগম, সদর কোতয়ালী থানার ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, কাজলী বেগম, খলেয়া ইউপি চেয়ারম্যান মোত্তালেবুল হক, হরিদেবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান চাঁন মিয়া, রেজাউল ইসলাম দাদুল মেম্বারসহ আরও অনেকে।
কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ, সামাজিক মানচিত্র, স্বাস্থ্য সেবাদানকারীদের তথ্য, কমিউনিটি ক্লিনিকের ঔষধ, বাৎসরিক স্বাস্থ্য সেবা, প্রাথমিক সকল রোগের চিকিৎসাসহ ক্লিনিকের সকল কার্যক্রম সম্পর্কে (সিএইচসিপি) কে প্রশ্ন করেন এবং সাধারণ রোগী, গর্ভবতী ও নবজাতক দেখেন। তিনি ক্লিনিকের স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমের প্রতি দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। পরে বিভাগীয় কমিশনার হরিদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরকলি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে থেকে মমিনপুর ইউনিয়নে এক শ্রেনির ভুমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প এর নির্মাণাধীন পাকাঘর গুলো ঘুরে দেখেন।