পাগলাপীরে শিক্ষার্থী মিম আত্ম-হত্যার প্ররোচনা কারীর শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ হামিদুর রহমান লিমন, রংপুর ব্যুরো প্রধানঃ
রংপুরের পাগলাপীরে দশম শ্রেনির শিক্ষার্থী মিম আক্তার আত্ম-হত্যার প্ররোচনাকারী বখাটে রনির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পাগলাপীর একাডেমিতে অধ্যায়নরত তার সহপাঠি শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে রংপুর দিনাজপুর সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে তারা। এসময় সহপাঠিরা মিম আক্তার আত্ম-হত্যার প্ররোচনা কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জানা গেছে, সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর গোকুলপুর ক্কারীপাড়া গ্রামের পাগলাপীর একাডেমিতে অধ্যায়নরত শিক্ষার্থী মিম আক্তারের সাথে বখাটে রনি মিয়াকে জড়িয়ে প্রেম ঘটিত মিথ্যা অপবাদ ছড়ালে লোকলজ্জ্বার ভয়ে আত্ম-হত্যার প্ররোচনাকারীদের নাম লিখে রেখে গত ৩১ অক্টোবর ২০২২ বিকেলে কিটনাশক পান করে আত্ম-হত্যার চেষ্ঠা চালায়। দ্রত তাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় ৯ নভেম্বর ২০২২ তারিখে মৃত্যু বরণ করেন। অভিযুক্ত রনি মিয়া, আসমা বেগম, জিল্লুর রহমান, মাজে বেগম,আলমগীর হোসেন ও ছাকেদা বেগমকে আসামী করে মিমের পিতা মুকুল মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি এ ঘটনায় অভিযুক্ত রনি জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান জানান, আমি অধিকতর তদন্তের জন্য আসামী রনি মিয়ার রিমান্ড আবেদন করেছি। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার এ ব্যাপারে বলেন, পুলিশ ঘটনাটি গভীর ভাবে তদন্ত করছে। ন্যায় বিচার নিশ্চিত করা হবে।