পাহাড় খেকোদের যন্ত্রণায় অতিষ্ঠ হাতী, হাতীর যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ
কামরুল ইসলাম
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বিভিন্ন পাহাড়ের মাটি ও গাছ কেটে নিয়ে যাচ্ছে পাহাড় খেকোর দল এতে করে বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণী অন্য দিকে হাতী আক্রমণ করছে লোকালয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে এবং বৈলগাঁওতে হাতির হামলায় ৩টি ঘরের দরজা জানালা ভেঙে গেছে। এ সময় বাড়িতে রক্ষিত গোলার ধানও খেয়ে চলে গেছে হাতির পাল।
শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল নিশ্চিত করেছেন ।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, বন্যহাতির আক্রমণে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে রণধীর চৌধুরী, শ্রী হরি দে এর ঘরের দরজা জানালা এবং বৈলগাঁও এর আব্দুল মুবিনের ঘরের আংশিক অংশ, ভেঙে গেছে।
রাতে দলছুট একদল হাতি পাহাড় থেকে নেমে আসে। আর ঘর ৩টির দরজা-জানালা ভেঙে প্রবেশ করে ধান-চাল খেয়ে চলে যায়। এর আগেও বহু জমির ফসল ও ধান খেয়েছে হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধনপুর ইউনিয়নের অনেক পরিবার, পান চাষী ও কৃষক।