সৌদি দূতাবাস থেকে জানানো হয়, অনিবার্য কারণে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নতুন তারিখ চূড়ান্ত করা হবে। পড়শীর কনসার্ট বা অন্য বিষয়গুলো দেখভাল করেন তাঁর ভাই স্বাক্ষর। গতকাল তিনি বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রস্তুতিও নিয়েছিলাম আমরা।
তবে তারা জানায়, কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। ধারণা, তখন ছাত্র আন্দোলন চলছিল। সেটি ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসী বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। হয়তো দূতাবাস কোনো সমস্যায় পড়তে চায়নি বলেই পিছিয়েছে। স্বাক্ষর আশা করছেন, আগামী মাসেই হয়তো সৌদিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে আমাদের তেমনি একটা আভাস দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।