পুটিবিলা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়া সড়কের বেহাল অবস্থা
কামরুল ইসলাম চট্টগ্রাম
পুটিবিলা নালারকুল চলমান ব্রিজ এর কাজ চলা অবস্থায় (বিকল্প রাস্তা) ডাবিশন ভালোভাবে প্রস্তুত না করায়, #পুটিবিলা এম.চর.হাট হইতে আমিরাবাদ মুখী সমস্ত যান চলাচল পুটিবিলা আদর্শ পাড়া সড়ক দিয়ে অব্যাহত আছে। সড়কের কিছু অংশ কাঁচা এবং ব্রিক/ফ্লাট সলিন দ্বারা বিদ্যমান। ফলে ভারি যানবাহন সহ সমস্ত কিছু এই সড়ক দিয়ে চলাচল করায় রাস্তাটি বিভীষিকাময় অবস্থার রূপ নেয়। এতে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ভোগান্তির সীমা নেই।
বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরের মাধ্যমে ব্যাবস্থা গ্রহণের অনুরোধ এলাকাবাসীর।