ঢাকাFriday , 9 June 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

পৃথিবীতে আমার খোলা চিঠি

Link Copied!

পৃথিবীতে আমার খোলা চিঠি

এই দুনিয়ায় এল চিঠি অনেক দিনের পর কারো আশে মায়ের চিঠি কারো প্রেমিকার আমার কাছে এল চিঠি ঐপারে যাওয়ার।

আমি অসুস্থ কিন্তু রোগটা কি তা জানতে পারব আগামী রবিবার আমার চলার পথে যদি কাউকে কষ্ট তাকি আমাকে ক্ষমা করে দিবেন। আমার চলার পথের বন্ধু যারা আছেন তাদের কে বলব যানিনা আমার কি হয়েছে যদি আমার মরণ ব্যাধি হয়ে থাকে আমার হতভাগ্য মাকে একট সান্ত্বনা দিবেন। পরিশেষে বলব এই দুনিয়ায় এল চিঠি অনেক দিনের পর কারো আশে মায়ের চিঠি কারো প্রেমিকার আমার কাছে এল চিঠি ঐপারে যাওয়ার। হাইরে এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করেন তবুও ছেড়ে যেতে হবে। ঐপারে যে যাব এই নিয়ে আমার কোন দুঃখ নেই একটি দুঃখ আমার দুঃখনি মাকে মা বলে কে ডাকবে আমার প্রণ আমার খালিজা রাইসা, সাফা কাকে বাবা বলে ডাকবে। সামনে ঈদ ঈদের দিন নামাজ শেষে প্রতিটি ছেলে মেয়ে তাদের মা বাবার আদর পাই আমার মেয়ে দুটো বাবার আদর কার কাছে পাবে বাবা বলে কাকে ডাকবে। নিষ্ঠুরতম পৃথিবি আমি যানি আমার বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে তবুও কিছু করার নেই আমি মরতে চাই না আমি বাছতে চাই আমাকে বাঁচার সুযোগ দেন হে আল্লাহ আমাকে আমার নিষ্পাপ দুই শিশুর জন্য হলেও বাচিয়ে রাখেন। আর আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খাঁন সহ প্রতিটি সদস্যদের প্রতি আমার আকুল আবেদন আমার মৃত্যুর পরে-ও যেন আমার সংগঠন টি বেছে থাকে যেন বিলুপ্ত না হয় আমার সংগঠন টি বেছে থাকে তাহলে আমি আপনাদের মাঝে এই সংগঠনের মাধ্যমে বেছে থাকব বন্ধুরা তোমরা এই সংগঠনের মাধ্যমে আমাকে বেছে রাক এইটাই তোমাদের কাছে বিদায়ের পূর্বে আমার খোলা চিঠি। আর একটা মানুষের কাছে আমার কিছু কথা সেই মানুষ টি যেইদিন আমার জীবনের সাথে জড়িত হয়েছে তাকে একটি মূহুর্তের জন্য ও সুখ দিতে পারিনি সেই কারণে আমাকে ক্ষমা করে দিতে তার কাছে আমার বিশেষ অনুরোধ। আর অনেকে বলে আমার মৃত্যুর পরে নাকি আমার সম্পত্তির মালিক নাকি আমার মেয়েরা হবেনা যদি তাই হয় আমার মৃত্যুর পরে-ও আমি দুঃখ পাব তাই বলছি আমার মৃত্যুর পর আমার রেখে যাওয়া সম্পদ আমার মেয়ে দুইটি কে সমান ভাবে ভাগ করে দিবেন আর এই দায়িত্ব তাকে দিয়ে যাচ্ছি যিনি আমার বাবার মৃত্যুর পরে বাবার দায়িত্ব পালন করেছেন যিনি সবসময় আমাকে সন্তানের মত আদর ভালবাসা দিয়ে আগলে রেখেছেন সেই ফোরকান উল্লাহ চৌধুরী মামা কে। আমার আদরনী মায়ের প্রতি কিছু কথা মাগো মা তোমার সন্তান হতভাগা কোনদিন তোমাকে সেভা যত্ন করতে পারিনি প্রতিটি সময় তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা কর তুমি ক্ষমা না করলে আল্লাহ ও ক্ষমা করবেন না তুমি আমাকে ক্ষমা কর। মা আমার রেখে যাওয়া সম্পদ রাইসা ও সাফার এই পৃথিবী তে তুমি ও মামা ফোরকান মামা ছাড়া আর কেউ নেই আমার এই সম্পদের তারা যেন কোন দিন বাবার অভাব বুঝতে না পারে যদি কোন দিন বাবার অভাবে কষ্ট পাই আমি কবরেও সুখ পাবনা আর আমার সম্পদ গুলো ফোরকান মামা কে দিয়ে আমার মেয়েদের মাঝে সমান ভাবে ভন্টন করে দিও।