ঢাকাTuesday , 10 October 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

প্রতারনা নতুন ফাঁদ

Link Copied!

প্রতারনা নতুন ফাঁদ

অনলাইন Bd mobile shops 01940848825,01978518608চিটিংবাজ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

আজ ঠাকুরগাঁও সদর উপজেলা এক গ্রাহকের কাছে বিডি মোবাইল শপিং এক গ্রাহকের কাছে ১৫৩৯০ টাকা বিকাশে গ্রহণ করে কিন্তু সেই গ্রাহক মোবাইল ফোন ও পাই নাই আর টাকা ও ফেরত পাই নাই।গতকাল গ্রাহক 01940848825 বিকাশে ৫১০টাকা দিয়ে অডার করেন।আজ সকালে 01978518608 এই নাম্বার দিয়ে কল করেন গ্রাহকে বলেন আপনার পার্সেল এসেছে আপনি অফিসে কল দেন তারপর তিনি অফিসে কল দেন 01940848825 নাম্বারে তিনি বলেন আপনার বাকি টাকা পরিশোধ করেন তারপর একটি পিন কোড নাম্বার পাবেন।গ্রাহক বিকাশে 01940848825 নাম্বারে আবার 3500 টাকা পাঠিয়ে দেয়।দেওয়া পর আবার পিন কোড নাম্বার চাওয়া হয় অফিসের কাছে।তিনি বলেন আরও 3490 টাকা পাঠাতে বলছি আপনি 3500টাকা কেন পাঠালেন তাই পিন কোড নাম্বার আসে না।আপনি 3490 টাকা পাঠিয়ে দেয় তাহলে পিন কোড নাম্বার আসবে বাকি টাকা আপনাকে ডেলিভারি ম্যান টাকা ফেরত দিবে প্রয়োজন আপনি কল দেন 01978518606 ডেলিভারি ম্যান কল দেন।ডেলিভারি ম্যান বলেন ঠিক আছে বাকি টাকা আমি ফেরত দিবে।আপনি আবার অফিসে আগের নাম্বারে কল দেন।তারপর সেই বিকাশ নাম্বারে কল দেওয়া হল তিনি বলেন আপনার সমস্যা হয়েছে আপনাকে আবার 4250 টাকা পাঠাতে হবে তাহলে পিন কোড নাম্বার পাবেন গ্রাহক আবার 4250 পাঠিয়ে দিল।এভাবে করতে 15390 টাকা নিলেন।তারপর আবার 01940848825 নাম্বারে আবার কল দিল গ্রাহক তখন বলেন আপনার পার্সেল সমস্যা আছে আপনি 7050 পাঠিয়ে দিলে আপনার পার্সেলের পিন কোড পাবেন আর ডেলিভারি ম্যান 4000 টাকা মোবাইলের দাম কেটে নিয়ে ডেলিভারি ম্যান বাকি সব টাকা ফেরত দিবে।ডেলিভারি ম্যান দিল গ্রাহক তখন আমি ফেরত দিব।তাই গ্রাহকের আবেদন প্রশাসনের মাধ্যমে এই চক্রটি আইনের আওতায় নিয়ে এসে শাস্তি ব্যবস্থা করুন না হলে আমার মত অনেকেই চিটিংবাজের খফরে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST