প্রতিবাদ সমাবেশ করায় ‘বাঁধন’ বিএনপির লোক বলে দাবি আওয়ামীলীগের নেতাদের
নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরপর থেকে বাঁধনকে বিএনপির লোক দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন আওয়ামী ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীরা।
তারা বিভিন্ন অনুষ্ঠানে বাঁধনের সঙ্গে তোলা বিএনপির নেতাদের তোলা ছবির সাথে মনগড়া ক্যাপশন জুড়ে দিয়ে বাঁধনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এমন কিছু পোষ্ট আমাদের নজরে এসেছে। এক আওয়ামী লীগ নেতা মোঃ রাকিব হোসেন লোটাস তার ফেসবুক আইডি থেকে ফারহানা রুমি ও ডাকসুর সাবেক ভিপি নুরের সঙ্গে বাঁধনের তোলা সেলফি পোস্ট করে তাতে ক্যাপশন দিয়েছেন-“বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় গতকালকে ছাত্র সমাজের কাছে উনি সুশীল ছিলেন আজকে আপু ধরা খাইছে।
সেই পোস্ট শেয়ার করে বিমানবন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সুমন লিখেছেন-
“যারা আন্দোলন করছে প্রকৃতপক্ষেই তারা অরিজিনাল বিএনপির লোক,,,, যে বাঁধন গতকালকে রাজপথে কেদেছে তার পরিচয়টা আজকে জেনে নিন সবাই,,,, এভাবে সুশীল রাষ্ট্রের মধ্যে অস্থিরতা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে,,,,এবং আমরা সবাই স্বচ্ছার সজাগ আছি যাতে করে কালো মুখোশধারীরা রাজপথে কোন ধরনের বিশৃঙ্খলা না করতে পারে আমরা সজাগ আছি,,,, ইনশাআল্লাহ,,,,,,”
মোঃ রাকিব হোসেন লোটাস এর পোস্টে এক নারী কমেন্ট করেছেন-
“ও কান ফ্লিম ফেস্টিভ্যাল এ ও গিয়েছিল আইফা এওয়ার্ড ও গিয়েছিল এবং অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে ছবি তুলেছে এখন কী তাহলে সে ভারতের রাজনীতি করে?”
রাকিবের একই পোস্টে কাইজুল ইসলাম কাজল নামক এক ব্যক্তি কমেন্টে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায় সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির সেলফিতে বাঁধন ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। শ্রমিক লীগ নেতা মহিউদ্দিন আহমেদ এর পোস্ট শেয়ার করে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী লিখেছেন-
“এইসব অপপ্রচারকারী আওয়ামী দালালদের চিনে রাখুন। বাঁধন গতকাল ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে বলে তাকে এখন বিএনপি হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। বাঁধন একজন সেলিব্রিটি ফারহানা রুমিকেও আলাদাভাবে সেলিব্রিটি ও মিডিয়ার আলোচিত ব্যক্তিত্ব বলা যেতে পারে। কোন প্রোগ্রামে তারা এরকম ছবি তুলতেই পারে। এই ছবি দিয়ে তারা এখন বাঁধন কে বিএনপি হিসেবে অপপ্রচার করছে অন্ধ দালালেরা।”
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন শোবিজ তারকারা।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মোশাররফ করিম, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, শঙ্খ দাশগুপ্ত, শাহানা রহমান সুমি, রাকা নওশিন নওয়ার এবং অভিনেত্রী নাদিয়া প্রমুখ। এসময় তাদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।
এ সময় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, `শিক্ষার্থীদের সঙ্গে অন্যায়-অবিচার-নিপীড়ন হয়েছে। যতদিন শিক্ষার্থীরা আন্দোলনে আছে, আমি ততদিন তাদের সঙ্গে থাকবো।`
বাঁধন আরো বলেন, ‘যে অন্যায়-অবিচার-নিপীড়ন করা হচ্ছে এখনো, যেভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটি গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, তাহলে আমার বলার কিছু নেই। কারণ আমার একটি ১২ বছরের সন্তান আছে।
আমি নিজে এ দেশের নাগরিক। আমার বিদেশি কোনো পাসপোর্ট নেই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটি আমার। এই দেশটি আমরাই সংস্কার করবো।
তিনি বলেন, আমার যদি বিবেক থেকে থাকে, তাহলে এই অবস্থায় মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ নেই। কারণ যেদিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেদিন থেকে গুলি চলেছে, সেদিন থেকে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো। ওই মানুষগুলোর মধ্যে আমি, আপনি থাকতে পারতাম।
রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আমি এসব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হোক। এর প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই ৷’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।