ঢাকাSaturday , 24 February 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেওয়া ট্রেনের উদ্বোধন পেছাল ৫ বার

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেওয়া ট্রেনের উদ্বোধন পেছাল ৫ বার
আশরাফ আলী সিদ্দিকী, লালমনিরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান প্রস্তুত ট্রেনের কোচ, দেওয়া হয়েছে ট্রায়াল রান। ঠিক করা হয় উদ্বোধনের তারিখ, কিন্তু বেশ কয়েক বার উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে।জনগণের প্রশ্ন কবে চালু হবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন? রেলওয়ে কর্তৃপক্ষও দিতে পারছে না এর সদুত্তর। অপেক্ষার প্রহর যেন কাটছে না লালমনিরহাটের প্রায় ২০ লাখ মানুষের স্বপ্ন কবে পাব ট্রেন।
কিন্তু এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য ১৪টি কোচ লালমনিরহাট স্টেশনে পৌঁছায়। এরপর গত ৬ ডিসেম্বর বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে গাইবান্ধার উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস। ট্রেনটি চালু হলে বুড়িমারী-ঢাকার যোগাযোগে চিত্র বদলে যাবে। এতে জেলার ২০ লাখ মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।
জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ছিল ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধনের প্রথম তারিখ। ওই তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। ওই দিনটিও পরিবর্তন করে নির্ধারণ করা হয় ১৬ ডিসেম্বর। সে তারিখেও উদ্বোধন করা হয়নি ট্রেনটি। আবার তারিখ পুনর্নির্ধারণ করা হয় ১ জানুয়ারি। সবশেষ উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয় ১৮ ফেব্রুয়ারি। কিন্তু সে তারিখেও উদ্বোধন না হওয়ায় এখন ট্রেন চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সবার মনে। এতে ক্ষুব্ধ হচ্ছেন লালমনিরহাটবাসী।
লালমনিরহাট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ জাহাঙ্গীর আলম বলেন, প্রয়োজনীয় কোচ এবং ইঞ্জিন পৌঁছায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। কবে, কখন উদ্বোধন হবে- এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি না আসা পর্যন্ত উদ্বোধন হচ্ছে না।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার আব্দুল্ল্যাহ আল মামুন জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর জন্য ট্রায়াল রান শেষ করা হয়েছে। রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কয়েকবার উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসেই ট্রেনটি চালু করা হবে বলেও জানান তিনি।

Design & Developed by: BD IT HOST