প্রবাসী মানবতা কল্যাণ সংগঠন বাংলাদেশ ৬৪ জেলার,কমিটি বিলুপ্তি ঘোষনা
গতকাল ২৫/১১/২০২২ইং রোজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১.০০টায় ইমু অনলাইন বোডে,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ খাঁনের নেত্বীত্বে এক জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন,০১/জনাব রফিকুল ইসলাম,প্রবাসী(উপদেষ্টা)
০২/মোঃসোহাগ শেখ,প্রবাসী (প্রতিষ্টানিক সভাপতি)
০৩/আবুল কালম সুজন,
প্রবাসী(যুগ্ন-সাধারণ সম্পাদক)
০৪/নুর আলম,(সাংগঠনিক সম্পাদক)
০৫/মিরাজখাঁন
(দপ্তর সম্পাদক)
০৬/আব্দুল মুমিন(দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক)
০৭/বিল্লাল হোসেন,(পরিকল্পনা বিষয়ক সম্পাদক)
০৮/ওমর ফারুক,প্রবাসী
(সহ-সাংগঠনিক সম্পাদক)
এবং মহিলা সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন,
০১/শাহজাদী মেহের,
০২/মোছাঃহাসি,(প্রবাসী)
০৩/আইরিন খাঁন।
উক্ত জরুরী সভায় প্রবাসী মানবতা কল্যাণ সংগঠন বাংলাদেশ ৬৪ জেলা সরকারী অনুমোদন করার প্রেক্ষিতে অত্র সংগঠনের সকল কর্মকর্তা ব্যক্তি বৃন্দের সম্মতি ক্রমে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষনা করা হইল।
তাই বর্তমান সংগঠনের নতুন কমিটি ঘোষনা না হওয়া পর্যন্ত অস্হায়ী কমিটি দায়ীত্ব পালন করবেন।
০১/জনাব,রফিকুল ইসলাম, প্রবাসী (আহবায়ক)
০২/আবুল কালাম সুজন, প্রবাসী(যুগ্ন আহবায়ক)
০৩/নুর আলম,(সদস্য)
০৪/আঃমুমিন,(সদস্য)
০৫/বিল্লাল হোসেন,(সদস্য)
আর আগামী এক সপ্তার মধ্যে সংগঠনের নতুন কমিটি ঘোষনার পরে সকল সদস্য ও সদস্যা বৃন্দকে নিজ নিজ দায়ীত্বে থেকে সংগঠনের প্রতি
কাজ করে মানব কল্যাণ আরো একদাপ এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
মোহাম্মদ ইউছুফ খাঁন।
(সাধারণ সম্পাদক)
প্রবাসী মানবতা কল্যাণ সংগঠন বাংলাদেশ ৬৪ জেলা।