প্রবেশগম্য টয়লেট হস্তান্তর ও শুভ উদ্বোধন
শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুর ইসলামপুর মোশারফগঞ্জে ১২ ই এপ্রিল বুধবারে। ১১ টার সময় প্রবেশগম্য টয়লেট হস্তান্তর ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোশারফগঞ্জ বাজারে ব্রাক এর অর্থায়নে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তি বাজার কমিটি সদস্য দের উপস্থিতিতে। অন্যান্য জন সাধারণের সুবিধার কথা চিন্তা করে। ৬ লক্ষ ৪ হাজার ছয়শত পনের টাকা বেয়ই করে চার কক্ষ বিশিষ্ট একটি ওয়াশরুম নির্মাণকরা হয়। সভাপতি তো করেন রেজাউল মজিদ প্রোগ্রাম ম্যানেজার। অনুষ্ঠানের প্রধান অতিথি তানভীর হাসান রুমান উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর। বিশেষ অতিথি মুরাদুজ্জামান মুরাদ সভাপতি ইসলামপুর প্রেস ক্লাব। সার্বিক ব্যবস্থাপনা হাসিনা আক্তার জেলা ব্যবস্থা পক রকি বেগম। বক্তব্য রাখেন সোহেল রানা পলাশ কাউন্সিলর ৯ নং ওয়ার্ড ফজলু রশিদ কাউন্সিলর ৮ নং ওয়ার্ড সঞ্চালনা করেন মুনীর হোসেন খান বাজার সভাপতি শাফিউল হক এর নিকট চাবি হস্তান্তরমধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়