ঢাকাTuesday , 14 February 2023
 1. ! Без рубрики
 2. $255 payday loans
 3. 1 hour payday loans
 4. 1000.00 payday loans
 5. 12 months installment loans
 6. 1500 payday loan
 7. 1st payday loan
 8. 1st payday loans
 9. 200$ payday loans
 10. 24 hr payday loans
 11. 30 day pay day loans
 12. 321Chat review
 13. 321Chat visitors
 14. 420 Dating in de VS
 15. 420 Dating visitors
আজকের সর্বশেষ সবখবর

প্রেম কারো হাসায় কারো কান্দায় এইতো প্রেমের নিতি

Link Copied!

প্রেম কারো হাসায় কারো কান্দায় এইতো প্রেমের নিতি

১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন এই দিনে কেউ হাসে কেউ কান্নার বন্যায় বাসে। বিশ্ব ভালোবাসা দিবসের এই নিয়ম আর কত ব্যর্থ প্রেমিকদের প্রশ্ন আর কত কাঁদাবে আরো বেশি কান্দালে উড়ে যাব আকাশে । ঋতুরাজ বসন্তের রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে উঠার দিনে কেউ হাসে কেউ কান্নায় একাকার হয়ে যায় । বিশ্ব ভালবাসার দিন উদযাপন শুরু হয়েছে গত বেশ কয়েকবছর ধরে। এই দিনে সুঃখ ও দুঃখের সাগরে অগুনতি তরুণ–তরুণীসহ নানা বয়সের মানুষ মিশে যায়। দিনটি বছর কয়েক আগেও এদেশে অপরিচিত ছিল। ছিল পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ। কিন্তু দিনে দিনে ভালোবাসা দিবস বাঙালির জীবনেও জড়িয়ে গেছে। এই দিনে ভালোবাসা যেন নতুন রূপে নতুন সাজে নতুন মেজাজ পায়।

ভালবাসা দিবসে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা স্বামী–স্ত্রীর জন্য নয়। এটি ভালোবাসা দিবস এই ভালোবাসা মানেই মাকে ভালোবাসা, এই ভালোবাসা মানে বাবাকে ভালোবাসা। ভাইবোন, প্রিয় সন্তান, প্রিয় বন্ধুসহ সব প্রিয়জনের সাথেই এই দিনে ভালোবাসা বিলানো যায়।

ভালবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ, ওয়েল পার্কসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুলের দোকানগুলোতে শুরু হয়েছে বিকিকিনি। দিনভর ঘোরাঘুরি, খাওয়া–দাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। হাতে এবং খোঁপায় ফুল গুজে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপিসহ নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে আজ রাজপথ থেকে অলিগলিতে রচিত হবে ভালোবাসা দিবসের জয়গান অন্যদিকে হারানো প্রেম ভুলে থাকতে অনেকে নেশার চোবলে হারিয়ে যায় ।

বহু প্রাচীন দুটি রোমান প্রথাকে ভিত্তি করে ভালবাসা দিবসে উৎসবের সূত্রপাত বলে জানা যায়। এরমধ্যে প্রথমটি হলো, এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেনটাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

ভ্যালেনটাইনস ডে সর্বজনীন হয়ে ওঠে আরও বেশ পরে ৪০০ খ্রিস্টাব্দের দিকে অপর একটি প্রথা দিনটিকে আরো বেশ গুরুত্বপূর্ণ করে তোলে। সেন্ট ভ্যালেনটাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি ‘জুনো’ উৎসব নামের একটি উৎসব পালন করতো। রোমান পুরানে বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ। এ দিন অবিবাহিত তরুণেরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মাবলম্বীতে পরিণত হয় তখন ‘জুনো’ উৎসব আর সেন্ট ভ্যালেনটাইনের আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেনটাইনস ডে’ হিসেবে উদযাপন শুরু করে। দিনে দিনে এটির প্রসার এবং প্রচার বাড়তে থাকে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।