ফরিদগঞ্জে টানা বর্ষণে জলাবদ্ধতা আবারো বন্যার আশঙ্কা দুর্বিসহ জনজীবন
মোঃ জাকির হোসেন ।ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি:
গত শুক্রবার দিন থেকে প্রতিদিনের টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত উপজেলা গুলো। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাছের ঘের, জনগুরুত্বপূর্ণ সড়ক, বসতবাড়ী, কৃষি আবাদ, পোল্টি খামার, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে লাখো মানুষ। টানা বৃষ্টিতে জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষসহ মৎস্য চাষীরা। বেশ কিছু দিন আগে মাছের ঘের পানিতে ভেসে গেছে। বড় বড় মৎস্য চাষীরা ক্ষতি গস্ত হয়েছে।
সিএনজি ও গাড়ির চালকেরা বলেন ,গত দুইদিন বৃষ্টি হওয়ার কারনে বাসা থেকে বের হতে পারিনি। সড়কে যাত্রী নেই। পরিবার নিয়ে বিপাকে পড়েছি আমরা। দূর্ব পাল্লার গাড়িও চালালো যাচ্ছেনা।আবারও কৃষকদের বীজতলা ও শাক সবজি ক্ষতি গস্ত হচ্ছে।
স্হানীয় লোকজন বলেন, প্রশাসন জেন জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের সাথে কথা বলে। দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।