ফারইষ্ট শরী’আহ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’ কতৃক গ্রাহক হয়রানির অভিযোগ
ফিরোজ আহমেদ নীলফামারী প্রতিনিধি
ফারইষ্ট শরী’আহ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’ কতৃক গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে সৈয়দপুর থানার অভিযোগ সূত্রে জানা যায় সুখিরোন নেছা (৪৫), পিতা- মৃতঃ সেবাউল্লাহ প্রধান ঠিকানা হাতিখানা মহুয়াগাছ সৈয়দপুর অভিযোগ করেন মোঃ সাইফুল (৩২), পিতা- অজ্ঞাত, ও মোঃ রহিম (২৮), পিতা- অজ্ঞাত, উভয়ের থানা- সৈয়দপুর,দিনাজপুর রোড সংলগ্ন ‘ফারইষ্ট শরী’আহ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’ সৈয়দপুর শাখা রহিয়াছে। উক্ত লাইফ ইন্সুরেন্স এর মোঃ সাইফুল পিয়ন ও মোঃ রহিম ম্যানেজার পদে চাকরী করে। বিগত ইং ২২/০৯/২০১১ ইং তারিখে ‘ফারইষ্ট শরী’আহ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’ এ ১০ বছর মেয়াদী একাউন্ট খুলি। উক্ত লাইফ ইন্সুরেন্স এ প্রতিমাসে ১,০০০/- (এক হাজার) করিয়া গত ইং ১৫/০৯/২০২২ তারিখ পর্যন্ত সর্বমোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জমা প্রদান করি। উক্ত লাইফ ইন্সুরেন্স অঙ্গিকার করে যে, ১০ বছর পর আমাকে তাহারা সর্বমোট জমা সহ ২,৪৮,০০০/- (দুই লক্ষ আটচল্লিশ হাজার) টাকা করিবে। এমতবস্থায় বিগত ১৪ মাস হইতে উক্ত লাইফ ইন্সুরেন্স এর নিকট আমার জমা ও লাভ্যাংশ এর টাকা চাহিলে তাহারা আমাকে আমার টাকা প্রদান না করিয়া আজ-কাল বলিয়া কাল ক্ষেপন করিতে থাকে। এমতবস্থায় গত ইং ২১/১১/২০২২ তারিখে আমি আমার জমা ও লাভ্যাংশ এর পাওনা টাকা পূর্বের ন্যায় তালবাহানা করিতে থাকে এবং আমাকে টাকা প্রদান করিবে না মর্মে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। আমি কষ্ট করে আমার জমানো টাকা উক্ত লাইফ ইন্সুরেন্সকে বিশ্বাস করিয়া জমা করিয়াছি। বর্তমানে তাহাদের উত্তরুপ আচরনের আমি শঙ্কিত। বর্ণিত বিবাদীদ্বয় আমার টাকা প্রদান না করিয়া তালাবাহানা করায় বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য থানায় আসিয়া অত্র অভিযোগ দায়ে করি।