ফুলপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জুয়েল রানাঃবিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুরঃ
ময়মনসিংহে ফুলপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।ফুলপুর তারাকান্দা যুগান্তরের সিনিয়র রিপোর্টার সাপ্তাহিক ফুলতারা সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে বাংলার গণমানুষের পত্রিকা যুগান্তরের দুই যুগের পদার্পণ এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন।এবং সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন।ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ সভাপতি ক্বারী সুলতান আহম্মদ (জাহান), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায় দিন), সাংবাদিক নজরুল ইসলাম ফকির (দেশের খবর), মোস্তফা খান (কালের কন্ঠ), আজহারুল ইসলাম (দেশের পত্র), আবু রায়হান (ভোরের কাগজ), সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), মফিদুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), বাহার উদ্দিন (আলোকিত দেশ), জুয়েল রানা (দৈনিক মুক্তালোক), শাজাহান তালুকদার (নিউজ-২১) প্রমুখ।