ফুলপুর পৌরসভা ময়মনসিংহ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ও সাংবাদিক সম্মেলন

জুয়েল রানা, ফুলপুর, ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের  ফুলপুর পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক বাজেট অধিবেশন পরবর্তী  সাংবাদিক সম্মেলনের মাধ্যমে  গণমাধ্যমের সাংবাদিক, কাউন্সিল নেতৃবৃন্দ  ও পৌরসভার কর্মরত কর্মকর্তা, কর্মচারীর উপস্থিতিতে এই বাজেট পেশ করেন ফুলপুর পৌরসভার মানবিক মেয়র মি.শশধর সেন। ফুলপুর পৌরসভার মি.শশধর সেন বলেন,  ফুলপুর পৌরসভার সম্ভাব্য সব বাধা মোকাবেলা অতিক্রম করে একটি আধুনিক শহর  হিসাবে গড়ে তুলতে  আগামী অর্থবছরে  জন্য  ৫৮ কোটি ৭২ লাখ ৩০ হাজার ৬ শত ৭২ টাকা  বাজেট ঘোষণা করা হয়েছে।

এ বাজেটের উপর ভিত্তি করে  পৌরসভা উন্নয়নের ও ভিবিন্ন দিক নিয়ে  প্রশ্ন করা হলে মিঃ শশধর সেন বলেন আমার লক্ষ একটায় ফুলপুর পৌরসভা কে আধুনিক শহর হিসাবে গড়ে তুলাই আমার লক্ষ। বাজেট ও সাংবাদিক সম্মেলনের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, ক্বারী সুলতান আহম্মেদ। মোকছেদুল হক দুলাল।আবু রায়হান। মফিদুল ইসলাম। জুয়েল রানা। মাসুদ রানা।সেলিম রানা।  ফুলপুর  পৌরসভার প্যানেল মেয়র মোঃ ছালেহ্ আহাম্মদ, দুই দুইবারের পৌর কাউন্সিলর তফাজ্জল হোসেন কাউন্সিলর মোশারফ হোসেন কাউন্সিলর সূফী খান। কৃষ্ণকান্ত সাহা মহিলা কাউন্সিলর লিজা আক্তার। কমলা খাতুন।পৌরসভার নির্বাহী কর্মকর্তা  আবদুল মোতালেব , পৌরসভার হিসাব রক্ষণ  কর্মকর্তা  রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা সহ  বিভিন্ন প্রিন্ট  ইলেকট্রনিক সংবাদ কর্মী  উপস্থিত ছিলেন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *