ঢাকাFriday , 17 February 2023
  1. ! Без рубрики
  2. $255 payday loans
  3. 1 hour payday loans
  4. 1000.00 payday loans
  5. 12 months installment loans
  6. 1500 payday loan
  7. 1st payday loan
  8. 1st payday loans
  9. 200$ payday loans
  10. 24 hr payday loans
  11. 30 day pay day loans
  12. 321Chat review
  13. 321Chat visitors
  14. 420 Dating in de VS
  15. 420 Dating visitors
আজকের সর্বশেষ সবখবর

বক্করসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার চার্জগঠন

Link Copied!

বক্করসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার চার্জগঠন

কামরুল ইসলাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার চার্জগঠন করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই চার্জগঠন করেন। এই সময় বক্করসহ জামিনে থাকা ২৭ নেতাকর্মী কাঠগড়ায় হাজির ছিলেন। অন্য দুইজন আসামির পক্ষে তাদের আইনজীবীরা সময়ের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার দত্ত গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা মামলায় চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। এরই ধরাবাহিকতায় ২৯ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছেন বিচারক। এর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়ে গেছে। আগামী ধার্য তারিখ থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ অক্টোবর চান্দগাঁও থানাধীন ১ কিলোমিটার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চান্দগাঁও থানার উপ–পরিদর্শক (এসআই) মেহের অসীম দাশ বাদী হয়ে ২১ বিএনপি তেনাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে তিনি উল্লেখ করেন, আসামিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মুক্তি দাবি ও আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জড়ো হয়। একপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের উপর ইট–পাটকেলসহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যা বিস্ফোরক দ্রব্য আইন ২০০৮ সালের সংশোধিত ২০০৩ এর ৩ ও ৬ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।