ঢাকাMonday , 2 October 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অপহরণে ভয় দেখানো গ্রাম পরিদর্শন করেন এসপি মহোদয়

Link Copied!

বগুড়ায় অপহরণে ভয় দেখানো গ্রাম পরিদর্শন করেন এসপি মহোদয়

জাহিদ হাসান, বগুড়া জেলা

গতকাল (১ লা অক্টোবর) বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মিস্ত্রিপাড়া, মাঝাগাড়িপাড়া, মোল্লাপাড়া, দপ্তরিপাড়া ও হিন্দুপাড়ায় ছেলেমেয়েদের গ্রামের রাতের আধারে প্রায় ৭০০ ঘরের দরজায় চাঁদা চেয়ে লিফলেট দেওয়ার ঘটনায়
পরিদর্শন করেন জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম
পুলিশ সুপার, বগুড়া,
গত, রোববার ভোরে গ্রামবাসীরা বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা লিফলেট বাড়ির দেয়ালে দেখতে পান। এরপর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়,বিভিন্ন বাড়িতে ২০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয়েছিলো, এ মধ্যে চাঁদাবাজির পোস্টারে আতঙ্কে মধ্যে পার করছে গ্রামবাসী ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে,
অপহরণের ভয় দেখিয়ে বিভিন্ন চিরকুট লাগানোর ফলে গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষকরণ, গ্রামবাসীদের মনোবল চাঙ্গা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষ্ণুপুর গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীদের সাথে মতবিনিময় করে, জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম
পুলিশ সুপার, বগুড়া,তিনি বলেন ইতোমধ্যে নিরাপত্তা টহলদারি বৃদ্ধিসহ গ্রামবাসীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। গ্রামবাসীগণ সমন্বিতভাবে সমস্যাটি সমাধানের লক্ষ্যে সুসংহত ও ঐক্যবদ্ধ – যা আশা জাগানিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST