বগুড়ায় ঈদ’কে সামনে রেখে মসলার বাজারে অভিযান! ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মো: জাহিদ হাসান /বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মসলার বাজারে অভিযান চালিয়ে ৪ জন মসলা ব্যবসায়িকে ৬০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার ফতেহআলি বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন মসলা বিক্রয়কারিকে ১৫,০০ টাকা করে ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে ভেজাল মশলা বিক্রয় হতে বিরত থাকা, অতিরিক্ত মূল্য গ্রহণ না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয় সতর্ক করা হয়।