বগুড়ায় দুই গ্যাস ব্যবসায়ীকে জরিমানা
মো: জাহিদ হাসান/ বগুড়া জেলা প্রতিনিধি:
ভ্রাম্যমান আদালতের অভিযানে বগুড়ায় দুই গ্যাস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমান করা হয়েছে।
জানা যায়
সোমবার ১০ জুলাই বেলা বারোটায় বগুড়া সদরের লতিফপুর কলোনী এলাকায় দুই গ্যাস ব্যবসায়ীকে এই জরিমানা আরোপ ও আদায় করা হয় , ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। এ সময় পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত কে সার্বিক সকল কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন
, বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ্ আলী খাঁনের উপস্থিতিতে জামিল মাদ্রাসার গেট এলাকায় অবস্থিত সুলতান ট্রেডাসকে ৩ হাজার টাকা ও মেসার্স মালিহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উল্লেখিত দুটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত বাজার মূল্যের চাইতে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করছিল যা ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় দণ্ডনীয় অপরাধ, তাই এই দুই প্রতিষ্ঠানকে উক্ত আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয় ও সতর্কতা করে বলা হয় পরবর্তীতে আবারো যদি আইন লঙ্ঘন করে অধিক দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে