বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে ১ জন নিহত পরদিন ২ নং আসামি আটক
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া পৌরসভার বড় কুমিড়া নামক এলাকায় ২৩ জুলায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে ৷ নিহতের নাম জিন্নাহ ( ২৮) তিনি ঐ এলাকার খোরশেদ মিয়ার ছেলে
স্হানীয়দের কাছ থেকে জানা
যায় কয়েক বছর পর বাড়ীতে আসেন জিন্নাহ, এর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে আগের সপ্তাহে জিন্নাহর মায়ের সাথে অভিযুক্ত আসামির বাকবিতন্ডা হয় ৷ এ ঘটনার পর জিন্নাহ বাড়ী আসার পর জিন্নাহ ১ নং আসামি জেলহক এর বাড়ীতে যেয়ে কারন জানতে চাইলে আবারো তাদের মাঝে কথাকাটাকাটি হয় ৷ এ সময় আসামি ধারালো অস্ত্র দিয়ে জিন্নাকে আঘাত করে , এর পর তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷
এ ঘটনার পর জিন্নাহর মা বাদী হয়ে ২৩ জুলাই সদর থানায় মামলা করেন তিনি
মামলার পর দিন,
এ মামলার ২ নং আসামি মোছা: জোবেদা বেওয়া ( ৫৭) কে গ্রেফতার করেছে রাব – ১২ বগুড়া
জানা যায়
সোমবার ২৪ জুলাই ভোর ৫ টার দিক সদরের বড় কুমিড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় , জোবেদা বেওয়া সদরের বড় কুমিড়া এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী ৷
সোমবার দুপুরে বগুড়া র্যাব ১২ অফিসে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামি জানিয়েছে নিহত জিন্নাহর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্তের ঝামেলা হয়ে আসছে , এক পর্যায়ে দুই নম্বর আসামীর ছোট ছেলে জিলহক জিন্নাহকে কাঠমিস্ত্রির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে, এতেকরে অতিরিক্ত রক্তক্ষরনে জিন্নাহ ঘটনাস্হলে মারা যায়
নিহত জিন্নাহ মিয়া চট্টগ্রামের দর্জির কাজ করতেন, এ ঘটনায় অভিযুক্ত এক নম্বর আসামি আবুল খায়েরের ছেলে জেলহক এখনো পলাতক রয়েছে