বগুড়ায় রাষ্ট্র মামলার সাক্ষীকে হত্যার হুমকি
মোঃ জাহিদ হাসান / বগুড়া ও গাবতলী প্রতিনিধি:
বগুড়া রাষ্ট্র মামলার সাক্ষী কে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মজনু বেপারী (৫৫)। সে উত্তর চেলোপাড়া এলাকার রঞ্জেদা ব্যাপারীর ছেলে।
গত ১২ই জুন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে যানা যায়, দীর্ঘদিন পূর্বে থেকে তাদের পারিবারিক একটি বিরোধ চলে আসছিল। সেই প্রেক্ষিতে প্রতিপক্ষদের হামলায় হিরু মন্ডল নিহত হয়।
উক্ত ঘটনায় রাষ্ট্রীয় সাক্ষী রফিকুল ইসলাম কে ৫ই জুন হত্যার উদ্দেশ্যে হামলা করে প্রতিপক্ষরা।
পরে তিনি মোহাম্মদ আলী হসপিটাল ভর্তি হয়ে চিকিৎসা নেন ও বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ মজনু বেপারীকে গ্রেফতার করে আদালতে পেরণ করেন ।