বগুড়ার সোনাতলা হাটকরমজা-নারচী সড়কের বেহাল দশা
অভিলাশ কূমার বর্মন,বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলার সোনাতলার হাটকরমজা-নারচী সড়কটি খানা খন্দকে ভরা হওয়ায় পথচারীদের দুর্ভোগ চরমে। সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক হচ্ছে হাটকরমজা-নারচী সড়ক। এলজিইডি’র এই সড়কটি মাত্র ৫ কিলোমিটার। এই সড়ক দিয়ে দুই উপজেলার প্রায় ২৫ টি গ্রামের ৩ লাখ মানুষ প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ভটভটি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান যোগে যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই এলাকার শতকরা ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারে না সড়কটির কারণে। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান।
সোনাতলার সাথে সারিয়াকান্দি উপজেলার সহজ মাধ্যম হচ্ছে হাটকরমজা-নারচী সড়ক। এই সড়কে হাটকরমজা থেকে সারিয়াকান্দিতে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংষ্কার কাজ শুরু হবে। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা।