ঢাকাSunday , 5 November 2023
 1. অপরাধ
 2. অভিনন্দন
 3. অর্থনীতি
 4. আইন ও বিচার
 5. আক্রান্ত
 6. আটক
 7. আত্মহত্যা
 8. আনন্দ মিছিল
 9. আন্তর্জাতিক
 10. আবহাওয়া
 11. আর্থিক সহোযোগিতা
 12. আলোচনা সভা
 13. আহত
 14. ইফতার মাহফিল
 15. কৃষি বার্তা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

Link Copied!

বগুড়া জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

জাহিদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধি

“পুলিশ-জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর রোজ শনিবার, এবারের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো বগুড়া “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রোগ্রামের শুভ উদ্ধোধন করা হয়। পরবর্তীতে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে জেলা পুলিশ, কমিনিটি পুলিশিং ফোরাম, স্কুল, কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বগুড়া পুলিশ লাইন্স গেইট হতে শুরু হয়ে জামিল মাদ্রাসা এলাকা প্রদক্ষিন শেষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে কমিউনিটি পুলিশিং কর্মসূচীর অংশ হিসাবে জেলা পুলিশ বগুড়া কর্তৃক আয়োজিত “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব রাগেবুল আহসান রিপু এমপি, মাননীয় সংসদ সদস্য বগুড়া-৬ মহোদয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনাব মোহাম্মদ কাউছার সিকদার, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বগুড়া, জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন, বগুড়া, জনাব মোঃ বেলাল হোসেন, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়া, জনাব মোজাম্মেল হক লালু, আহ্বায়ক, কমিউনিটি পুলিশিং, বগুড়া জেলা কমিটিসহ প্রমুখ।

উক্ত আলোচনা সভায় সাধারন জনগন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়।

পরবর্তীতে বগুড়া জেলা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং অফিসার’কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত আয়োজনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন থানার স্ব-স্ব অফিসার ইনচার্জের উদ্যোগে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।