ঢাকাSunday , 29 September 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বন্যার কারণে জনজীবন অতিষ্ঠ

Link Copied!

বন্যার কারণে জনজীবন অতিষ্ঠ
নাজমুল হোসাইন মাহি, স্টাফ রিপোর্টার 
কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। হাজার হাজার বিঘা মাছের ঘের,বসত বাড়ি এবং সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে যায় ফলে এলাকায় চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষ এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষের দূরদিনের  শেষ নেই। শুধুমাত্র মৎস্য খামার এবং ফসলি  জমি নষ্ট হয়নি, মুরগির খামার এবং গরুর খামার বন্যার পানিতে ডুবে গেছে। সাধারণ মানুষের কোন কাজ না থাকাই তারা মানবতার জীবনযাপন করছে। মৎস্য খামারি, মুরগির খামারি এবং গরুর খামারিরা মারাত্মকভাবে লোকসানে শিকার হয়েছে। তাদের এই লোকসান কিভাবে কাটিয়ে উঠবে তারা তা বুঝতে পারছে না, চরম হতাশার মধ্যে তাদের জীবন অতিবাহিত করছে।যেহেতু কোথাও কোন কাজ নেই ফলে দরিদ্র মানুষের হাহাকার বেড়ে চলেছে।
বিভিন্ন মহল থেকে তাদের সামান্য ত্রাণ সুবিধা দিলেও তা পর্যাপ্ত নয়। অনেক মানুষ আছে যাদের কাছে এই সামান্য ত্রাণ পৌঁছায়নি। তারা প্রতিদিন না খেয়ে তাদের দিন পার করছে। বন্যায় আক্রান্ত ব্যক্তিরা সমাজের বৃত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েও তেমন কোন সহযোগিতা পাচ্ছে না। গুটিকয়েক এনজিও সহায়তার হাত বাড়ালেও প্রয়োজনের তুলনা তা অনেক নগণ্য। সমাজের সকল বিত্তবান মানুষের কাছে আমাদের আকুল আহ্বান তারা বন্যার্তদের মধ্যে শুকনো খাবার এবং সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে এটাই আমাদের কাম্য। প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সবাইকে মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST